তুমি চাওনি  বলে হয়তো তোমায় বেসেছি ভালো।
কখন যে ভেবেছি হৃদয় গগণে তুমি মোর আলো
হয়তো শুনেছি ভিতরে তুমি করছো কানাকানি
ওই দূর হতে গোলাপ তুলে দাও তুমি  হাতছানি
মরুভূমে অনুভব করেছি অনুপম ছোঁয়াখানি।

এতো কাছাকাছি! এতো জানাজানি,হয়নি পরিচয়!
এখনও হয়নি বলা সম্মুখ যেয়ে- এ বুকে বড় ভয়!
কতো কাল হারিয়ে গেল তবু নাহি তোমার ক্ষয়
কূল ভেঙ্গেছে হৃদয় ধারে-তবু আশা জেগে রয়
পথ চলেছি তো চলেছি মানে নাকো অবসর
তুমি চাওনি  বলে হয়তো ভালবাসি ভরপুর ।

আমি উড়ব একদিন জলহীন ব্যাথাতুর বালুচর !
তুমি চাওনি বলে গান তুলেনি পাখির মিষ্টি স্বর ।
সমুদ্রে জল নেই! তাই উঠেনি তীরে তীরে ঢেউ
হয়তো একদিন খুঁজবে শূন্যতার আকাশে
জানবে না কেউ, জানবে না কেউ---
তুমি আমার সেই!

তুমি চাওনি বলে ফুল শয্যায় ফুটেনি ফুল!
বাসর সাজেনি আপন আলয় তোমার কোল।
তুমি চাওনি  বলে হয়তো তোমায় বেসেছি ভালো।
কখন যে ভেবেছি হৃদয় গগণে তুমি মোর আলো
---০৭-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।