কোন এক ভোরে নয় তো বিকেলে
আবার হতেও পারে রাত্রে নয় তো দুপুরে,
যদি শোন আমি আর নেই চির তরে
তবে কাঁদিও না সহ্য করো নীরবে।


আমি যে দিন থাকবো না
তোমাদের মাঝে পৃথিবী ছেড়ে,
সে দিনও চাহিদার সব কিছু পাবে
পাবে না শুধু তোমরা আমাকে!


তোমাদের কাছে আমি শুধু
আকুতি-মিনতি করিবার চাই,
আমার জন্য না কাঁদিয়া একটু দোয়া করো
যেন আল্লাহর রহমতের বেহেস্তে পাই।


এই সামান্য দু'দিনের জেন্দেগী তে
হয়তো কেউ আগে নয় তো পরে,
যেতে হবে এক এক করে
যাবে না কেউ সাথে কেউ কারো কবরে।


আমি হয়তো কোন কৃতি
রেখে যেতে পারলাম না তোমাদের তরে,
আমার মৃত্যুর সাথে সাথে
যাবে কি তোমরা আমাকে ভুলে?


মানুষের জীবনে চলার পথে
ভুল-ত্রুটি হতেই পরে,
আমিও হয়তো এই পথের পথিক
ক্ষমার দৃষ্টিতে দিয়ো তোমরা মাফ করে।