ভালোবাসি আমি-ভালোবাসি আমি,
তোমার কাছে কি বড় কিছু চেয়েছি?
বলো-বলো তুমি বলো হে পৃথিবী।


প্রতিটি মানুষের চাওয়া-পাওয়া- - -
থাকে তোমার কাছে,
কি এমন চেয়েছিলাম আমি
পৃথিবী তোমার কাছে?
বলো-বলো তুমি বলো আজ আমাকে।


কেন এত নিষ্ঠুর তুমি?
আমাকে কাঁদিয়ে তুমি সুখ পাও যদি,
তবে কাঁদাও আমি তো কেঁদে ই আছি!


আমি তো চেয়েছিলাম ঐ অবলাকে ভালোবাসতে,
সেটাও তো ভাগ্যে লেখনী তুমি।
আবার কেমন করে বলো?
আমার পৃথিবীতে বাঁচতে হলে,
সংগ্রাম করে বাঁচতে হবে।
চেষ্টা কি কম করেছি তাকে ভালোবাসতে?


এ বুকে যদি ভালোবাসা না থাকে,
তবে আমি বাঁচবো কি করে?
বলো-বলো তুমি আজ বলো আমাকে।