শূন্য অন্তরীক্ষর মতো এই আহা কার মন,
পেতে চাই শুধু তোমাকে সর্বক্ষণ।
দিন - দুপুরে গভীর রাতে,
রহিছো তুমি কোন ভুবনে?


নেত্র কোণে ঝলক মারে,
তোমার বিম্ব নাহি আসে।
কেমন করে বলিব আমি,
তোমার কাছে এই প্রতিশ্রুতি?


আমার মুখে তোর প্রসিদ্ধি,
শুনে যাবি তুই যতো দিন বাঁচবি!
নিজের সুখের নিজের সাথি,
বেঁছে নিতে পারো তুমি নিজেই একাকি।


বাধিও বাসর, কাটাও তুমি সুদিনের সাগর।
যেখানেই থেকো যে ভাবেয় থাকো,
চির সুখের আলোতে - - -
তোমাতে তোমার ছবি আঁক।