জন্ম থেকে এক একটি বছর
                    কেটে যাচ্ছে বড় কষ্টে,
মানুষের মত মানুষ আমি
                    হতে পারলাম না এই সমাজে!


ভেবেছিলাম আমি কুশল কাজে
                    ধরব সমাজের চাবিকাঠি,
ভাবনা আমার ঘুচিয়ে দিল
                    এই সমাজের অসৎ নেতা-নেত্রী।


সত্য আমার পথের কাঁটা
                    এই সমাজের বুকে,
সত্যকে আজ মিথ্যা বরণ করিলে
                    পথে দাঁড়াবে না কেউ রুক্ষে।


চৈতন্য সমাজ কোথায় গেল আজ
                    গণ মানুষের ভিড়ে,
সভ্যতা কি আজ চূড়ায় উঠেছে
                    অসৎ সভ্যতার চাপে?


সভ্য সমাজের সংস্কারে যদি
                    না থাকে মোর অবদান,
তবে মানুষের মত মানুষ আমি
                    মুখে বলে করা যাবে কি প্রমাণ?