এখন আর তুমি নেই সেই প্রিয়া,
যায় অগোচরে বলতে তুমি কথা।
আশা ছিল না- হবে কখনো দেখা,
জানি মনে হয় ভাগ্যে ছিল লেখা।


এখন দেখা হলে বলো না কেন কথা?
হয়ত জানো না মোর মনে কত ব্যাথা।
এ ব্যথার জলে ব্যথিত হয়ে একা,
বড় নিঃসঙ্গতায় কাটায় সারা বেলা।


মোর ভাবনার তরে তুমি ছিলে রানী,
বিশ্ব দুয়ার দ্বারে তোমার প্রেমে কবি।
বুঝলে না তুমি চলে গেলে তার তরে,
হয়ত জানো না মোর নয়নে অশ্রু ঝরে।