বঙ্গবন্ধু ৭ ই মার্চ --২০১৩ইং  


(আমার এই স্পর্ধা ক্ষমা করবেন )


রাজিবের রক্তের দাগ শুকায়নাই
বাংলায়ে আবার তান্ডব শুরু করেছে
ওই নর পশুদের দল...
লাল সবুজের পতাকায় ওই বাংলার
মাটিকে বার বার  করেছে রঞ্জিত...
ধর্মের নামে আমার দেশের তরুণ সবুজ বাচ্চা
গুলোরে লেলিয়ে দিয়ে মাকে করছে..ছেলে  …হারা..
আমার দেশের অভাবী মেধাবী ছেলে গুলোরে
চাকরির আর বিদেশে পাঠানোর নামে টোপ দিয়ে
ধর্মান্ধ করে ফেলেছে /


আমিতো এই বাংলা চাইনাই ( উচ্চস্বরে )
আমিতো ওই নর পশুদের ক্ষমা করি নাই...
যারা আমার ত্রিশ লক্ষ মানুষকে মেরেছে...
যারা আমার দুই লক্ষ মা বোনের ইজ্জত লুটেছে ...//


আমি শুধু তাদের সাধারণ ক্ষমা করেছিলাম ,
যারা তার মা বোনের ইজ্জত বাচানোর জন্য ,
বাবা ভাইকে.. সন্তানকে বাচানোর জন্য,
নিজের জীবন বাচানোর জন্য ,
ওই নরপশুদের কাছে নিজেদেরকে বিক্রি করে  দিয়েছিল .....//


কিন্তু..
. যারা ওই পাকিস্তানি হানাদের সাথে ফুর্তি করেছে..
আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলেছে ...
আমার বাপ ভাইকে মেরেছে ...
তাদেরকেতো আমি ক্ষমা করিনি /


আমি মনে করেছিলাম.. আমার বাংলা মরে গ্যাছে ,
আমি ভুল ভেবে ছিলাম ….আমার বাংলা মরে নাই ...
ওই শাহবাগ চত্তর আমার ভুল ভেঙ্গে দিয়েছে...
কেউ ওদের দাবায়া রাখতে পারবানা......................
জয় বাংলা //


৩ রা মার্চ -২০১৩