চোখের জলে বৃষ্টি নামে,
মুক্তো ঝরে অঝোরে,
চাঁদের বুকে নামে আঁধার,
আশার ভাঙা পাঁজরে।
ভয়ে মেলায় মুখের হাসি,
রাত্রি নামে নিঃসারে,
নির্জনতার ছায়াপথে,
নিয়ন আলোর ভেপারে।
আঁধার ঘেরা গাছের ছায়ায়,
হারায় জীবন চুপিসারে,
অশ্রু সজল গোপন চোখে,
স্বপ্নসবই যায় সরে।
আকাশ ভাঙে অগোচরে,
আমার আঁধার জীবন রথে,
হেঁটে চলি আমি একা,
অন্তবিহীন রাজপথে।


************