আয়নাতে মা খুঁজে বেড়াই,
ছোট্ট বেলার আমি টাকে-
বনবাদাড়ে মাঠে ঘাটে,
বৃষ্টি ভেজা শেকড় টাকে।


হাওয়ায় দোলা ধানের শীষে,
সোনার রঙে অস্তগামী-
সূর্য টা যে যায় হারিয়ে,
আয়নাতে মা খুঁজি আমি।


তুমিও কেমন ধীরে ধীরে,
যাচ্ছ চলে অস্তপারে-
আয়না টাকে শুধোই শুধু,
সময় যাতে রাখে ধরে।


জানি আমি কালের নিয়ম,
অবিরত যাচ্ছে বয়ে-
ছায়াছবির প্রেক্ষাপটে,
আয়না আমার যাবে ছুঁয়ে।


***************