আমার শরীর তোমার শরীর ছুঁল,
যদিও এই প্রথমবার নয়…
মিলন তো হয়েছে আগেও বহুবার,
এইবার জঠরে মিলেছে আশ্রয়।


তোমার শরীরের গভীরে আমার দেহকোষ,
বেড়ে ওঠে এক অনুচ্চারিত ছন্দে…
সিঞ্চন হতে চাওয়া প্রতিটি মূহূর্ত,
আবেগ ও রক্তের মেলবন্ধে।


সগর্বে জানান দেয় তার উপস্থিতি,
তার নড়াচড়া ও স্পন্দন।
তোমার প্রশ্রয়ে তার মৌন বিশ্রাম অথবা
ভয় পাওয়ার অস্ফুট ক্রন্দন,


শরীরের মাঝে জেগে ওঠে আরো একটি প্রাণ
নিঃশব্দ শৈল্পিক বিপ্লবে ,
বিন্দু থেকে জন্ম নেওয়া এক মহাসিন্ধু
আমাদের প্রণয়ের ফলক হিসেবে ।


         **********