যুদ্ধটা ঠিক কির'ম ছিল? একুশে ফেব্রুয়ারি!?
ভাষার রক্ষা, নাকি অক্ষরের? বিভ্রমেতে পড়ি।
বাংলা ভাষার বাঁচাতে যে মান,
বলি গিয়েছিল তাজা কিছু প্রাণ,
ভাষাদিবসের সেই বলিদান গিয়েছে জলাঞ্জলি,
বিদেশি ভাষার শব্দদূষণে বাংলার অলিগলি।


বাংলা ভাষায় আরবী, হিন্দির প্লাবন যাচ্ছে বয়ে,
উর্দু ইংরেজি সব ঢুকে গেছে হিব্রুটা বাদ দিয়ে,
হারিয়ে গিয়েছে ভাষার সে ধার,
ওজস্বীতা কোরে ছারখার,
সংস্কার-হীন মিশ্র ভাষার টুকরো টুকরো জুড়ে -
বাঙালিরা আজ করছে বড়াই, বাংলা ভাষাকে মেরে।
©️ দেবাশিস ঘোষ