অলিতে গলিতে চলিতে চলিতে,
গলিল হৃদয় দুটি!
সাজিল দুটিতে শোলার টোপরে,
দিন সাতেকের ছুটি।


বসিল পিঁড়িতে বাঁধিল গাঁটেতে,
পড়িল গলায় মালা!
সাজানো কুলায় বরন ডালায়,
গাঁথিল শখের পালা।


বহিল সময় বহিল নৌকা,
সংসার পারাবারে!
টোপর ক্রমেতে হইল যে ভারী,
কাঁধ মাথা ঝুলে পড়ে।


প্রেম উড়ে যায়,পক্ষীর প্রায়,
ডিম পেড়ে যায় ঘরে!
তোমার আমার প্রেম গাঁথা আজ,
চুলোচুলি করে মরে।


@@@@@@@@@