ভারতবর্ষ দেখো উন্নত শির আজ বিশ্বের দরবারে,
সম্ভব তা হয়েছে তোমার কথার ধারে ও ভারে,
জেগেছে আজ বালুচিস্তান,
ঋদ্ধ হয়েছে হিন্দুস্তান ,
জানি সেও তোমার মহৎ দান, দেখেছি যে বারে বারে,
কুলভূষণের প্রাণ ও বেঁচে যায়, শত্রুর কারাগারে।


কাশ্মীর আজ নব্য-ভারতের মুকুটে সোনার তাজ,
তোমার সুষমায় মুগ্ধ দেশের মস্তকে নবসাজ,
রক্ত যে ঝরেছে মুকুট কাঁটায়,
লাঘব হয়েছে তা বিদায়বেলায়,
স্বপ্নের বীজ বুনে গেছো পেতে অখন্ড স্বরাজ,
অনন্ত দীপ জ্বালিয়ে হৃদয়ে, চলে গেলে তুমি আজ।


জীর্ণ বস্ত্র ছেড়ে চলে গেছ, দেহ দিয়ে বলিদান,
ভারতের মাটি জল ও বাতাসে, মিশেছে তোমার নাম,
ঘুমিয়েছ আজ চিরশান্তিতে,
বিলীন হয়েছ তুমি এই প্রকৃতিতে,
আত্মা তোমার অবিনশ্বর রবে চারিভূতে,জানি হে মহাপ্রাণ,
তোমার বিয়োগে ব্যাথিত ভারত, জানায় শতকোটি প্রণাম।


              ************


   ** প্রাক্তন বিদেশমন্ত্রী স্বর্গীয় সুষমা স্বরাজ-জীর আকস্মিক প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি-২১শে শ্রাবণ ১৪২৬**