হে বীর, চির উন্নত তব শির।
তোমারই সুরে মানুষ খুঁজেছে
শিখর হিমাদ্রির।
হে বীর, চির উন্নত তব শির।
তোমার কলম কুঠারাঘাতে
ভেঙেছিল জাতপাত।
বঙ্গদেশ নবজাগরণে
ধরেছে তোমারই হাত।
হিন্দু না তুমি মুসলিম কবি
আজ জিজ্ঞাসে কোনজন?
তুমি অমরকবি, আছো পথে ঘাটে
শ্রমিকের সাথে আজীবন।
আজো কিছু লোক চিৎকার করে
মসজিদ মোল্লার, মন্দির পূজারীর
তুমি শিখিয়েছ বিদ্রোহী ভাষা
জ্বলে ওঠা পৃথিবীর
হে বীর, চির উন্নত তব শির। 


**অমর কবি কাজী নজরুল ইসলাম-স্মরণে**