দেখি,কেমন হাসিস রে তুই
পাতলা ঠোঁঁটে,
হাসলে পরে টোলটা কেমন
জেগে ওঠে,
ঝকমকানো মুক্তো দানার
দাঁতের সারি,
দুই পাতলা ঠোঁটের আড়াল থেকে
পাতছে আড়ি,
আলোয় ঘেরা জোৎস্না রাতে
তোর ওই রুপের ছটা,
সাঁঝ আকাশের তারার মাঝে,
মেঘের ঘনঘটা,
আধার আলোয় দেখব বলে
তোর ওই মিঠে হাসি
ঘোর-লাগা সেই হাসির ছলেই
তোর কাছেতে আসি।
ভেজা ঠোঁঁটের আড়াল ছেড়ে
বাইরে হঠাৎ আসা,
মুচকি হাসির ভাঁজে ভাঁজে,
ঝরে ভালোবাসা।
তোর, ওই ভিজে ঠোঁটের কাঁপন,
লাগে আমার ঠোঁটে,
আকাশ বাতাস গন্ধে মাতাল,
হাসনুহানা ফোটে!


***********