রিমঝিমিয়ে বৃষ্টি এল মেঘলা আকাশ জুড়ে,
পাগল বাতাস এ মন উদাস মন থাকে না ঘরে!
দুচোখেতে ঝাপসা নজর-
বর্ষাধারায় মেলে না ঠাহর-
নানা রকম ফোঁটার বাহার নানান সময় ধরে,
আকাশ জুড়ে মেঘের খেলা নিকষ অন্ধকারে।


অঝোরধারার সাথে দোসর দামাল হাওয়ার ঝড়,
কালপুরুষের বজ্র হানে দিগন্তে কড়্ কড়্!
ঝলসে ওঠে মেঘের ফাঁকে-
কাঁপন জাগায় চাঁদের বুকে-
প্রলয় নাচন কালবোশেখীর ধ্বংস চারিদিকে,
মহীরুহের মৃত্যুমিছিল হাওয়ার ঘূর্ণি পাকে।


শান্ত হলো ধীরে ধীরে কালের রুদ্ররোষ,
নটরাজের প্রলয়নাচন তান্ডব নির্ঘোষ!
থমকাল রাগ মেঘমল্লার-
আকাশ জুড়ে সভা তারার-
ধ্বংস লীলায় ক্ষতবিক্ষত পৃথার দেহকোষ,
নীরব অভিমানে গাঁথা এক অনন্ত আপোষ।


    ***************