হাতে যখন অসি ওঠে-
রাজদণ্ডের সাথে,
শাসন তখন শোষণ শানায়-
বিষম রক্তপাতে।
রাজা যখন মহামূর্খ-
দুরাচারী হয়,
নৈরাজ্য বিরাজ করে-
সুবুদ্ধি পায় লয়।
কুশক্তির আগ্রাসন আর,
কুসংস্কৃতির ত্রাসে-
সমাজ যায় রসাতলে,
কালের করাল গ্রাসে।
শয়তানেরা বিরাজ করে,
অস্ত্র হাতে ঘোরে-
প্রতিবাদী মধ্যমবর্গ,
দিকে দিকে মরে।
উচ্চবর্গ বুদ্ধিজীবী,
যখন মৌন রয়-
তখনই তা মহাপাপ,
জানিবে নিশ্চয়।
অসির চেয়েও শক্তিশালী-
অস্ত্র আছে জেন,
মুহুর্মুহু মসীর আঘাত-
সুযোগ পেলেই হানো।
কবিরা হন শক্তিশালী,
শব্দ ব্রহ্মবানে-
অসির চাইতে মসী বড়,
জগৎ সেটাই মানে।