চুপ করে বসে থাকো, বেশি বাজে বোকো না,
এমন শাস্তি দেবো, জীবনে ভুলিবে না।
কথা যদি বলেছো কি, টিপে দেবো গলাটা,
তুলে জেলে পুরে দেবো, ঘোরাবো যে ঘানিটা।
রাজা আমি প্রজা তুমি, হার্মাদ আছে বনে,
চারদিকে মাস্তান, কথাটা রাখবে মনে।
মাস্তানি গুন্ডামি, শাসনের অঙ্গ!
জাননাকি তোমরা? ভাবছো এ রঙ্গ?
মন্ত্রীরা রংবাজ, মাঝে মাঝে ঘুস খায়,
ঘুস কেনো বলো একে? এতো যায় খাজনায়..!
'খা-জনা' মানে যে ভাই, খাই আমি জনা জনা,
বাংলা পড়োনি কি, এটা ও কি জাননা?
ভাঙবো যে সবকিছু, গড়বো বলেই না,
উড়াল পুলের নীচে, মানুষ মরুক না।
পকেট ভরবে রাজা, এটাই তো স্বাভাবিক,
পুলিশের লাঠি খেয়ে, বলবি যে ঠিক ঠিক।
হীরক রাজার দেশে, দেখেই যে শিখেছি,
ক্ষমতার রাজপথে, দয়া-মায়া ছেড়েছি।
রাজা আমি,রানী আমি, চেসেস্কু আমি সে-ই,
সবটাই আমি নেব, আমারটা গড়বোই।


        *************