লাল পতাকার আড়ালে রাহুর,
তিন দশকের গ্রাস-
ধর্মঘট আর কর্মজটে,
ছিল, রক্তবীজের ত্রাস।


বাঙালি হয়েছে কর্মবিমুখ,
যন্ত্রে দিয়েছে তালা-
নষ্ট সমাজে নষ্ট যা আজ,
অলক্ষ্যে তারই খেলা।


কারখানা সব হানাবাড়ী আজ,
শৃঙ্খলে বাঁধা গেট-
শ্রমিকেরা কি স্বস্তিতে আজ?
ভর্তি তাদের পেট?


শিক্ষা, শিল্প, শিষ্টাচারে,
পুতনা ঢেলেছে বিষ-
ছদ্ম মায়ায় ছদ্ম ভাষনে,
শুধু মিথ্যা অহর্নিশ।


ভোল বদলে রূপ মায়াজালে,
যতই পড়াও আজ-
জেনে রেখো ভবি ভুলবে না দেখে,
শুর্পনখার সাজ।
*********