আমি মিছিলে যায় -
গর্জে উঠি স্লোগানে স্লোগানে,
আমার ন্যায্য দাবী আদায়ে আমরণ লরি,
শত্রুর ভয়ে কভু পিছু না হঠি।


আমি মিছিলে যায়-
আমার ভাইয়ের অধিকার ফিরিয়ে আনতে,
আমার বোনের আহাজারি আমাকে দেয়না থামতে,
কখনো বুকের তাজা রক্ত ভেসে যায় রাজপথ।


আমি মিছিলে যায় -
কখনো পুলিশের টিয়ার শেল, গুলিতে লুটিয়ে পড়ি,
তারপর চলে যায় লাশ কাটা ঘরে,
স্বজনদের  অার্ত চিৎকার শুনে কেপে কেপে উঠি।


আমি মিছিলে যায় -
আমার অস্তিত্ব রক্ষায় আমি মানুষ বলে,
অন্যায়ের কাছে কখনো শিখিনি মাথা নত করতে,
লোহার কপাটে যতই বন্দী রাখুক আমি ভাঙবো তবুও দেবো না অন্যায় জুলুম করতে।


আমি মিছিলে যায় -
আগত প্রজন্মকে নতুন আলোর পথ দেখাতে,
আর এভাবেই একদিন নিবে যাবে জীবন প্রদীপ।
অতপর ইতিহাসের পাতায় যোগ হবে নতুন একগল্প।