আকাশ কাল করে এলো বৈশাখীর ঝড় 
উত্তাল বাতাসের গতিতে চারিপাশ
উদম নৃত্যে বুক কাপানো গর্জনে
ঘোষণা করে তান্ডবের সমর।


গৃহহীন মানুষগুলো ভিজে আলুথালু হয়ে
ফুটপাতে কিংবা বৃক্ষের অাঙিনায়
শেষ সম্বল যে উড়ে নিয়েছে দস্যু বাতাস
তাই নির্বাক চেয়ে আছে ইট পাথরের শহর।।


আজ ভিজে যাচ্ছে পাকা রাস্তা
ধুয়ে যাচ্ছে ডাস্টবিনের ময়লাগুলো
ব্যস্ত কাক দুটো বিদ্যুৎ খুটির উপরে
পরস্পরের দিকে চেয়ে কাটাচ্ছে নিরব প্রহর।


ঋতুর অাবর্তনে প্রতি বছর আসে
এই কাল বৈশাখের পাগলা ঝড়ো হাওয়া,
সব ভেঙে চুরমার করে শেষ করে দেয়
দরিদ্র কৃষকের শান্তির বহর।।