ওগো প্রেয়সী! যদি তোমার মন কাঁদে
একলা গোধূলি কোনো বিকেল বেলায়,
যদি শূন্যতা ভর করে হৃদয়ের সবটা জুড়ে
তবে দুঃখ পেয়োনা, নিজেকে একা ভেবোনা,
শুধু কবিতার ডায়েরি টা খুলে একবার
স্পর্শের ছোয়া দিও, আলতো করে বুকে নিও
রুপালী নরম ঠোঁটে চুমু একে দিও,
তোমার একাকীত্ব নিমিষেই যাবে গুছে।।


জানি খুব কষ্ট হবে তোমার!
বুক ভেঙে কান্না আসতে চাইবে বারবার,
তবুও নিজেকে সংযত রাখিও,
যা হওয়ার ছিলো তা তো হবেই,
শুধু কেনো মিছে কাছে পাওয়ার ব্যার্থ চেষ্টা,
না পাওয়ার মাঝেই ভালবাসা রয়ে যায়,
পেলে কি তা কভু পূর্ণতা পায়?
তাই ভালবাসার সুখ খুঁজে নাও চোখ বুঁজে।।


প্রেয়সী! যদি তোমার মন কাঁদে
একলা কোনো জ্যোৎস্না রাতে,
যদি নিঃসঙ্গতা ভীড় করে আশেপাশে
তবে নিজেকে অসহায় ভেবোনা,
শুধু দক্ষিণের জানালাটা খুলে মৃদুস্বরে
একবার প্রিয় নাম ধরে ডাক দিও
ছুটে আসবো মুহূর্তে তোমার কিনারায়
কোমল হাতদুটো বাড়ালে পাবে খুঁজে।।