ওগো প্রেয়সী! কেনো এমন হয় বলো!
নিজের ভালবাসা কবর দিয়ে
অন্যের কথাতে চলো!!
যদি মনে মনে এমনিই থাকে
তবে কেনো মিছে এতো অভিনয়
নাকি তব চক্ষু লজ্জার ভয়!!
আজ সব দ্বিধাহিনভাবে বলো!


আজ অপেক্ষার প্রহর শেষে
নদী যেমন সাগরে মেশে,
যেভাবে পাখি তার নীড়ে ফিরে
সব ব্যস্ততা ঝেড়ে নাউগুলো কিনারে ভিড়ে,
তবে ভিড়েনি আমার ভাংগা নাউ
কিনারে আসার আগে সে দিক হারায়,
যেনো দিনের আলোতে সব নিকশ কালো।


আমি চাই এমন কেউ আসুক
পরম মমতায় বুকে জড়িয়ে রাখুক।
শত ঝড় তুফানে, বিপদ আপদে থাকবে পাশে
হারাবেনা কভু বেলা ফুরাবার আগে,
কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস
দুঃখের সাথে আমার বসবাস
তবুও দুঃখ নিয়ে আছি বেশ ভালো।


কেনো এমন হয় বলো!
যদি ভালবাসতে নাই বা পারো
তবে কেন এতো কিছুর আয়োজন?
ছিলো না তো এসব কিছুর প্রয়োজন!!
শুধু একটু মুখ ফুটে বলে দিতে,,
এতো সংকোচ আর দ্বিধা নিয়ে কি
ঘর বাধা যায় বলো?????