কথা ছিল না তোমাকে হারানোর
তবু হারিয়েছি-
তোমার কন্ঠে মাতাল হয়ে আমি বলেছি
শুধু তোমাকেই চাই!


তোমায় ভেবে কত সময় ব্যাপ্তি হয়েছে আমার
কাটিয়েছি কত বিনিদ্র রাত!?
বলেছি কত ভালোবাসার কথা।


আজ সব অচেনা হলো বাস্তবতার ভীড়ে
ভালোবাসা যেন মূল্যহীন কোন বস্তু!
কিভাবে সই বো বিচ্ছেদের ব্যথা।


আজ’
একবার মনের অগোচরে খুঁজে দেখো আমায়!
শুধু পাবে একটাই কামনা "চাই তোমাকে চাই।!


এতো কিছুর পর তবুও যদি বলো
"এসব তোমার অভিনয়,"
তবে নিরবে ধুকে ধুকে হয়ে যাবো বিলিন
দেহটা হয়ে যাবে ক্ষয়।


তবুও-কিছু বলবো না আমি!
তোমার সুখটা যে আমার কাছে দামী।


আর্তনাদের গানগুলো শুনবো চিরকাল
দূর থেকে তোমায় সুখী দেখতে চাই,
কাছে আসা নাই বা হলো শুধু কামনা রইলো
তোমার সুখ যেন সীমানা ছড়ায়।