মাহে রজবের ছাব্বিশতম দিনগত রাত
রবের আহবানে প্রিয় নবির হলো মিরাজ
মক্কার অদুরে উম্মে হানির ঘরে
করলেন শয়ন, মুদিলেন নয়ন,
আসিলেন ফিরিস্তা জিবরাইল
সাথে নিয়ে জান্নাতি বোরাক বাহন  
আদবের সাথে জাগালেন
করে পা মুবারকে চুম্বন, বললেন
"উঠুন হে আল্লার হাবিব আপনাকে নিয়ে যেতে
আদেশ করেছেন মহান।।"


জমজমের পানিতে হলো সিনা চাক
অজু করে সওয়ারি হলেন বোরাক,
প্রথমে মসজিদে আকসা
সেখানে করছেন অপেক্ষা
লক্ষ -লক্ষ নবি রাসুলগণ,
মোলাকাত করতে আখেরি নবির সাথে
জুড়াতে তাদের দুই নয়ন,
সেথায় পড়ালেন দু' রাকাত নামাজ
হলেন নবি -রাসুলগণের সেরতাজ
অত:পর উর্ধ্ব পানে শুরু হলো ভ্রমণ।।


আজ সাজিলো আসমানের ফেরেশতারা
ঝিকিমিকি আলোয় আকাশের তারকারা
জিবরাইল বলে "খুলো আসমানের দুয়ার
এসেছেন নবিদের সর্দার
আজ হবে যে মহান রবের দিদার,"
একে একে সাত আসমান দিলেন পারি
সিদরাতুলমুনতাহায় থামলো বোরাক গাড়ি
তারপর রফরফ বাহনে হলেন সাওয়ারি
একা একা উর্ধ্ব পানে চলছেন আখেরি নবি
আরশ আজ প্রস্তুত হলো নিতে ধুলিত চরণ।।


আজ আর রইলোনা কোনো পর্দা খোদা তায়ালার
আপন হাবিবকে ধন্য করে দিয়েছেন দিদার,
কুদরতি হাত রেখেছেন হাবিবের বুকে
সব দুঃখ -চিন্তা নিমিষেই গেছে চুকে,
দুই ধনুকের সন্নিকটে হয়েছে আলাপন
এভাবে কেটেছে প্রায় সাতাশটি সন,
মহান আল্লাহ দেখালেন জান্নাতের নেয়ামত
আর জাহান্নামের ভয়াবহ আলামত,
সেখানে নেয়ামত আর শাস্তির বিধান
জাগ্রত অবস্থায় সচক্ষে করছেন অবলোকন।।


মিরাজ রজনিতে আল্লাহ দেখালেন তার কুদরত
সাতাশ হাজার কালাম করেছেন প্রিয়নবি হযরত,
সময়কে থামিয়ে দেয়া হয়েছে
দরজার কড়া এখনো নড়ছে
অজুর পানি এখনো গড়িয়ে পড়ছে,
ঘটলো অসংখ্য ঘটনা কেউ বিশ্বাস করল
আবার কেউ করলো না।
বিশ্বাস করে হয়েছেন সিদ্দিকে আকবর
অবিশ্বাস করেছিল কিংবা করবে একমাত্র বদকার
প্রমাণ দিয়েছেন আল্লাহ নাজিল করে কুরান।।


সাহিবুল মিরাজ হয়েও ভুলেননি উম্মতের কথা
পঞ্চাশ ওয়াক্ত সালাত এনেছেন হাদিয়া,
কমাতে কমাতে হয়েছে পাঁচ
যদি কায়েম করো তবে পাবে পঞ্চাশের কাজ,
নবির মিরাজ হলো রজবের সাতাশতম রাত
উম্মতের মিরাজ হবে পড়লে সালাত,
নামাজ পড়ো, রোজা রাখো,
মেনে চলো নবির পয়গাম
দুনিয়া ও আখিরাতে হবে সুন্দর তোমার
নাজাত পাবে তুমি কাল কিয়ামতের ময়দান।।


পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে লিখিত কবিতা
তারিখঃ ১৭/০২/২০২৩ রাত ২টা ২৩