মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়,
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়;
ভালবাসা তাই ভিজে একাকার,
ভেজা মন থাকে রোদের আশায়,
ইচ্ছে হলে ভালবাসিস,
তোর জন্য ভালবাসা জিইয়ে রেখেছি
দগ্ধ কোমল মোর আপন হিয়ায়।।


আজ মেঘের আলো আধারে
ঝিরিঝিরি অবিরাম বৃষ্টির ছন্দে
মন আনন্দে নেচে নেচে গেয়ে উঠে
পুরনো দিনের মন ভোলানো গান,
আমি হারিয়ে যায় মুহূর্তেই
হারিয়ে যায় সেইসব স্মৃতির মাঝে
একসাথে কত খুনসুটি, ঝগড়া
করেছি কত রাগ অভিমান।
তবুও খানিকবাদে ফিরে আসি,
ফিরে আসি আগের বেশে বাস্তবে
এভাবেই ফের মনে নতুন স্বপ্ন সাজায়।