সে চলে গেছে,চলে গেছে চিরতরে
এই নশ্বর পৃথিবীর আলো-বাতাস,
সবিছেড়ে মাটির গহীন ঘরে।
সে আর ফিরবেনা -
কোনোভাবেই ফিরে আসবে না।
জানি এই কষ্ট বুঝানো যাবেনা,
শূন্যতার চরম আকার কেউ দেখবেনা।
আর এভাবে চলে যায় সবাই রিক্ত হাতে ।।


আর কখনো শুনবো না তার হাসি,
কখনো হাটবোনা পাশাপাশি,
কেউ জিজ্ঞেস করবে না কেমন আছি?
কখনো বলা হবে না তাকে -ভালো আছি
এই মিছামিছির বন্ধনে কেমন করে
মায়ার বাধন ছিন্ন করে -
বড় অবেলায় চলে গেছে সে,
তাকে ছাড়া যে আমার বড় শুন্য লাগে!!


জানিনা সে কেমন আছে?
একলা ঐ আধার ঘরে,
দোয়া করি প্রাণ খুলে রবের দরবারে
ভালো থাকুক প্রতি ক্ষনে -
বেহেশতের নেয়ামত আসুক তার কবরে।
হয়তো খুব শীঘ্রই দেখা হবে তার সাথে
কোনো এক দিবস কিংবা রাতে
পাশাপাশি ঘুমাব ফিরে যাবো শৈশবে।।