ওগো প্রেয়সী!
যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়
যদি ভেসে উঠে তব হৃদয়ে আমার ছবি
তবে আলতো পাঁয়ে হেটে বারান্দায়
দোলানো চেয়ারে বসে চাঁদের জ্যোৎস্নায়
পুরনো কবিতার খাতাটি খুলো।


আমি ছায়ামানব হয়ে রাতপ্রহরীর ন্যায়
একান্তে তোমার শিয়রে দাড়িয়ে
ভালবাসার হাত দু'খানা বাড়িয়ে
বেদনার সব কালো রঙ মুছে দিয়ে
জ্বালাবো কোমল রুপালি আলো।


প্রেয়সী! যদি কখনো নিঃসঙ্গতায়
ছেয়ে যায় তোমার চারিপাশ
যদি মেঘে ছেয়ে যায় মনের আকাশ
তবে বুঝে নিও তব হৃদয়ে আমার উপস্থিতি
তাই দুঃখ ভুলে মনের জানালা খুলো।


তুমি আমি বাস্তবতার দোহাই দিয়ে
আছি হয়তো দুরে কোথাও
স্পর্শের সুখ আসেনা হাতের ছোয়ায়
তবুও আছি দুজনেই এক আত্মায়,
আর এভাবেই সারাজীবন বাসবো ভালো।