ভালোবাসার সেই লাল গোলাপটা
আজো ফুলদানিতে রেখে দিয়েছি,
পাপড়িগুলোও ঝরঝরে প্রায়
এখনো শুকোতে দেইনি,
চোখের জলে ভিজিয়ে  রেখেছি।


সেদিনের না জানা ভুলে
দোষী করেছো শুধুই আমায়,
তবুও তোমার ভালোবাসার এই পাগলটি
সব-ই মেনে নিয়ে মুক্ত করেছিলো তোমায়।


মিছে ভুলে আজ সীমাহীন যন্ত্রনায় রেখে
নিজেকে রেখেছো সুখের চাদরে,
রেখেছো আজ আমার ভালোবাসাকে অনাদরে,
তবুও ভালোবেসে যাই অবিরত তোমায়।


আজো সেই স্মৃতিময় সন্ধ্যাগুলো
মনের মাঝে দুঃখের সাইরেন বাজিয়ে
কষ্টের সীমা পেরিয়ে যায়,
কখনো আবার স্বপ্নের মাঝে এসে
হৃদয়ে পোষা কষ্টগুলোকে জাগ্রত করে,
আর অন্তর্জ্বালায় আমি পুড়ে পুড়ে ছাই।


আজো তোমার দেওয়া ফটোখানা
চোখের দৃষ্টি ফেলে দেখি আর নীরবে কাঁদি,
তোমার ফটো শুধুই কী স্মৃতি করে রাখবো?
নাকী সব মিছে ভুল ভুলে ফিরে আসবে?
উত্তরের অপেক্ষায় আজো প্রহর গুণে যাই।