তুমি গোলাপকে খুব ভালোবাসতে বলে
কাঁটার আঘাতকে পরোয়া করিনি,
এনে দিয়েছি কত রক্তলাল গোলাপ,
শুধু তোমায় ভালোবাসি বলে।


তুমি সাগরের ঢেউ দেখবে বলে
সুদূর পথেও দিয়েছি পাড়ি,
তোমায় ঢেউয়ের গর্জন শুনাবো তাই,
শুধু তোমায় ভালোবাসি বলে।


তুমি বৃষ্টিতে ভিজতে চেয়েছো বলে,
বিধাতার সনে করেছি কত প্রার্থনা,
করেছি কৃত্রিম বৃষ্টির আয়োজন,
শুধু তোমায় ভালোবাসি বলে।


আকাশের রংধনু তোমার প্রিয় ছিলো বলে
পশ্চিমাকাশে তাকিয়ে ছিলাম অপলকে,
ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে,
শুধু তোমায় ভালোবাসি বলে।


রাতের গভীরে ভয় পাবে বলে
মুঠোফোনে শুনেছি শুধু তোমার নিঃশ্বাস,
নিজের নিদ্রাকে করে বিসর্জন;
শুধু তোমায় ভালোবাসি বলে।