মনে কি আছে তোমার সেদিনের কথা?
হাতে হাত রেখে বলেছিলে তুমি
জীবনের শেষ প্রান্তেও সাথে থাকবে,
তবে কেনো আজ তোমায় রেখেছো
নীল দিগন্তের অচিনকূলে?


আজো সমুদ্রবুকের ঢেউয়ের মাঝে
তোমার ফিরে আসার শব্দ শুনতে পাই,
আজো যেনো তোমার পদতলের চাপ
তীরের বালিতে খুঁজে পাই,
আজো বসে আছি তোমার পথ চেয়ে।


সেদিনের নোলা জলে দু'জনের সাঁতার কাটা
ঢেউয়ের তালে গান গাওয়া,
আবার জল খেলায় মেতে উঠার দৃশ্য,
ভুলে কী গিয়েছো তুমি?
হয়তো নতুন ভূবনে অতীতকে মুছে ফেলেছো।


প্রতিটি রজনীতে গান শুনাবো বলে
জেগে ছিলে গভীর নিশিতেও তুমি,
আজো কণ্ঠে গান ধরতে খুব ইচ্ছে হয়
তবু গাইতে চায় না এই অভিমানী মন,
আজ আমার প্রিয়া যে হৃদয়ের প্রতিকূলে।


বিশাল ভূবনে আজ শূণ্যতায় বসবাস
সুখগুলোও হয়েছে অচিরেই গত,
অশ্রুজলও বৃষ্টিধারার রূপ নিয়ে
কষ্টের সাগরে পতিত হচ্ছে অবিরত;
তবু তোমার ভালোবাসায় আজো আমি মগ্ন।