সুখ যেন আমার দীর্ঘশ্বাস ।
যখনই আমার মুখ থেকে দুঃখ ভরা ক্লান্ত একটি দীর্ঘশ্বাস বেরিয়ে যায় নিরবে তখনই বুঝতে পারি সুখের অক্টোপাস আমাকে আলিঙ্গন করে রেখেছে। সুখ আমার রাতের অন্ধকারের রাত জাগা সপ্ন । দিনের আলো মরীচিকার দৃশ্যহীন ভ্রান্তি । আমার সপ্ন জড়িয়ে থাকে আমার কল্পনার চাদরে। বাস্তবতার নগ্ন আঘাতের যে কল্পনাগুলো জর্জরিত । সুখ আমার ভালবাসার পালতোলা নৌকা । যে নৌকার কোন নাবিক নেই ।
সুখ আমার বুকে জমে থাকা এক খণ্ড বরফ টুকরা, দুঃখের অসহনীয়
দাবদাহে যা গলে পানি হয়ে যায় । এই পথ হারা গলে যাওয়া পানির ঠিকানা হয় আমার চোখের কোনে ।
সুখ আমার সন্ধ্যা রাতের হিমেল হাওয়া , যা প্রতিদিনই আমার অসহায়ত্ব প্রকাশ করে দুর্বলভাবে ।
সুখ আমার ঠিকানাহীন পথ চলার পথিক , কেও জানে না তার আসল গন্তব্যস্থান কোথায় ?
সুখ আমার শুধু শুধু আশায় বুক বাঁধি , আর আশা ভঙ্গের সঙ্গে হোলি খেলা, সুখ আমার ভালবাসা ঠিকানা খুঁজে না পাওয়া ।
সুখ আমার প্রিয় মুহূর্তগুলো কাঁচি দিয়ে কাটা অথবা সুখের ছায়ার পিছনে ক্লান্তিহীন ছুটে চলাই আমার প্রকৃত সুখ কিংবা কে জানে প্রকৃত সুখ কোথায় লুকিয়ে আছে???


( বন্ধুর কাছ থেকে নেওয়া)