খুবই সাধারণ জৈবিক উপকরন, যা মানুষকে সামনে বা পিছনে এগিয়ে নিয়ে যায়, "ইচ্ছা" যার কোন শেষ নেই, শুধু শুরু আছে । অনেক ছোটবেলা সমরেশ মজুমদারের "কালবেলা" পড়েছিলাম, পড়ার পর মাথায় ঘুরপাক খেতে লাগলো মাধবীলতা ! "ইচ্ছা" জেগে উঠলো যদি এমন করে কেউ ভালবাসতো তা হলে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যেত । "এইম ইন লাইফ" রচনা পড়ার পর মনে ইচ্ছা উদিত হলো আমাকে শিক্ষক হতে হবে কিন্তু একটু বড় হতেই বাবার উত্তম ধাক্কায় ইচ্ছা ভুলে যেত হলো । স্বপ্ন দেখলাম একজনের সাথে জীবন পার করতে কিন্তু বাস্তব এমন ভাবে আঘাত করছে, ছিন্ন বিছিন্ন হয়ে যাচ্ছি কিন্তু স্বপ্ন ছাড়তে বা ভুলে যেতে পারবো না কারন এটাতো আমার রক্তের সাথে মিশে আছে, যা আমাকে জাগিয়ে রাখে ঘুমাতে দেয় না ...সব কথার শেষ কথা ইচ্ছা আর স্বপ্ন দুটি ভিন্ন বস্তু.....................।
ইচ্ছা বদলে যেতে পারে কিন্তু সপ্ন বদলায়না আর স্বপ্ন পূরনের জন্য ত্যাগ স্বীকার করতে হয় ।