আজ কোথায় দাঁড়িয়েছে এদেশ আমার?
একটু ভাবছো কী তোমরা!
দুর্নীতির চরম শিখরে আজ এদেশটা,
হত্যা-গুমের কঠিন ছোবলে আমরা,
ভীতিতে আমাদের বেঁচে থাকা;
এটা-ই কী আমাদের পাওয়া?


আমরা দেশের কাছে চেয়ে বসে আছি
দেশ আমাদের কিছু দেবে বলে;
আমি বলবো, দেশের কাছে আর নেই চাওয়ার,
আমি দেশকে দিয়ে যেতে চাই,
এবার দেশের তরে জীবন দিতে চাই,
আর আছো কোনো নবীন-প্রবীন?
এখনি সময় কঠোর হয়ে জেগে উঠার।


করবো নিস্তার যত অবিচার,
সময় এসেছে আগুন জ্বালাবার,
এবার নির্মূল করবো আছে যত অত্যাচার;
দিয়ে যাবো এবার না হয় প্রাণ,
ফিরিয়ে আনবোই এবার দেশের মান।


আবার বাঙ্গালির মুখে ফুটিয়ে তুলতে চাই,
আমার সোনার বাংলা, শান্তির আচ্ছাদনে বাংলা।