সেদিনের আকাশটা ছিলো মেঘাচ্ছন্ন
তুমি আর আমি দু'জনে,
হেঁটে চলেছি রেললাইনের উপর
ভালোবাসার স্বপ্ন বুনে।


তোমার ঘনকালো রেশমি কেশগুলোর
মৃদু বাতাসে উড়ন্ত খেলা,
যেন সমুদ্রের বুকে শীতল ঢেউয়ের
আনন্দের এক অনন্য মেলা।


তোমার পদধ্বনিতে খণ্ড পাথরগুলো
টুনটুন শব্দে বেজে উঠছে,
তোমার কাজল-কালো চোখের পলকে
গগনের মেঘেরাও হারিয়ে যাচ্ছে।


তোমার অপরূপ রূপের মায়ার ঢলে
দখিণা বাতাসের বয়ে আসা,
তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসিতে
খুঁজে পাই অতৃপ্ত ভালোবাসা।


তোমার উড়ন্ত ওড়নার জলন্ত রঙে
প্রজাপতিরাও হয়েছে ব্যাকুল,
তোমার নূপুরের ঝুনঝুন মনকাড়া শব্দে
গান ধরেছে রাজ্যের পক্ষিকুল।


তোমার এই অনন্য ভালোবাসার মাঝে
মিশে আছে আমার জীবনধারা,
এই মনের আকাশে হয়ে আছো তুমি
ভালোবাসার এক রঙিন ধ্রুবতারা।