চলেছি নির্জন পথে একেলা
অবিরত পথচলা গন্তব্যহীন আমার,
মাঝে মাঝে পাখিদের কুজনে
ঘুমন্ত ভালোবাসার জেগে উঠা,
প্রভাতের রবির মত জ্বলে উঠি তখন।


স্মৃতির আড়ালের অসমাপ্ত গল্পগুলো
আজো যেনো ভেসে আসে মনে,
ক্ষণে ক্ষণে তোমার সুমিষ্ট কথাগুলো
পুনরাবৃত্তি হয়ে আসে দখিণা বাতাসে,
হারিয়ে যাই আমি অতীতের মায়াবন্ধনে।


বনের সবুজেরা সেজেছে নতুন রূপে
নব পল্লবের জাগ্রত সবুজাভ রঙে,
খুঁজে পাই তোমার ফিরে আসার অনুভুতি;
আবার  শুকনো পাতার মড়মড় শব্দে
পোষা ভাবনাগুলোর হয় যেন অবসান।


বর্ষার জলে কদম্বফুলগুলোর ভেসে যাওয়া
মনে পড়ে যায় তোমার ফুল কুড়ানোর কথা,
মগডালের ফুলটি দিতে পারিনি বলে
মালা গেঁথেছিলে বিচ্যুত ঝরঝরে ফুল দিয়ে,
আবারো ফিরে গেলাম অতীতের স্মৃতিকথায়।