নীল আকাশের মেঘের ছুটাছুটি
দক্ষিণের জানালা খুলে
তাকিয়ে ঐ দূর নিলীমায়,
খুব মনে পড়ছে আজ তোমায়,
হৃদয়ের পারাপারে তোমার হেঁটে যাওয়া।


ঝিঁঝিঁ পোকার গুঞ্জন, জোনাকির জ্বলজ্বল,
মাঝে মাঝে এক ফালি মেঘ এসে
চন্দ্রিমাকে আড়াল করে পেলা,
আবার ঘনকালো অন্ধকার;
মনের লুকানো হাসির বিলোপন।


চাঁদের আলোয় তোমায় খুঁজে পাওয়া,
আবার কালো মেঘে হারিয়ে যাওয়া,
তোমার এই ক্ষণিকের পারাপারে
হৃদয়ে আসে নীরব যত জল্পনাকল্পনা।


আর কত এই নীরবে তোমায় খোঁজে ফেরা?
কবে ফিরবে তুমি বাস্তবতায়?
হৃদয়ের গভীরে যেন শূণ্যতায় হাহাকার,
তবুও তোমায় পাবার দৃঢ় আকাঙ্ক্ষায়
আজো স্বপ্ন দেখি দূর নিলীমায়।