আমার নির্ঘুম চোখের অতন্দ্র প্রহরী হয়ে
তোমার অবিরত বিচরণ,
স্বপ্নের মাঝে উঁকি মেরে বার বার
খুঁজি তোমার অতৃপ্ত ভালোবাসার বুলি।


তুমি  আমার হৃদয়ের আঙিনায়
নিকুঞ্জের এক অনন্য গোলাপ,
ভাবনার ক্ষণে ক্ষণে তোমার আগমনে
হারিয়ে যায় যত মিছে কল্পনার ঝুলি।


তটিনীর বুকে মৃদু ঢেউয়ের মত
তুমি খেলা করো আমার হৃদয়াঙে,
কোটি তারার ভীড়ে গগনের মাঝে
তুমি আমার অনন্য ঐ চাঁদ,
তোমার অকৃত্রিম চাহনিতে যেন
মিশে আছে হৃদয় নিংড়ানো ভালোবাসা।


নিঃশ্বাসের প্রতিটি টানে যেন
তোমার কুন্তলের মিষ্টি ঘ্রাণ পাই আমি,
নিশির কালো অন্ধকারের মাঝে
আলোকবর্তীকা হয়ে আসো তুমি।


তোমার প্রতিটি ছোঁয়ায় সুখের অনুভুতি,
এই অশান্ত মনের শান্তির নীড় হয়ে
ধরনীতে এসেছিলে হয়তো তুমি,
তোমাতে-ই যেন স্বর্গসুখ,
তুমি অনন্যা, তুমি অদ্বিতীয়া,
তুমি আমার স্বপ্নপুরীর স্বপ্নের রাণী।