বারান্দায় দাঁড়িয়ে অপলকে তাকিয়ে
অদূরের ঐ বন্ধ জানালায়,
কখন দেখা দিবে ভেবে ব্যাকুল আমি
খুলবে কী তোমার মনের জানালা?
অপেক্ষার প্রহরের অবসান হতে বহুকাল।


তপ্ত রোদে ভেজা চুলের উড়ন্ত ঢেউয়ে
হৃদয়ে এক অজানা অনুভুতির ঘূর্ণপাক,
দখিণা বাতাসে ভেসে যাওয়া ওড়নার মাঝে
যেন সুপ্ত অনুভবে হারায় এই মনটা আমার,
হয়ে যায় হৃদয়ে জমানো দুঃখের অন্ত।


চাঁদের আলোতে জানালায় জুলন্ত
পর্দার ফাঁকের মিটি মিটি আলোয়ে
তোমার বিপরীতের কালো ছায়া,
যেন এই মনের পথে তোমার হেঁটে আসা,
জাগিয়ে তোলে হৃদয়ে সুখের চেতনা।


চোখের পলক স্থির তোমার পর্দার আড়ালে
শুধু তোমার ক্ষণিক বিচরণের দর্শনে,
ঘুমহীন চোখে জেগে থেকেও তবু
তোমার নৈশ প্রহরী হয়ে দাঁড়িয়ে তখনো;
তবুও কেনো আজো তুমি জানালার ওপাশে?