কলোনীর মোড়ের সেই আড্ডাটা
আজো বড্ড মিস করি বন্ধু,
হয়তো বট গাছটি এখনো দাঁড়িয়ে
টেবিলগুলোও ঘুনপোকায় ধরেছে,
হয়তো আস্তানার ভূমিটুকু জনশূণ্যতায়।


কাশেমের টঙ্গের কাঁচা পাতির চা
আর নশু মামার স্পেশাল হালিম,
আজো মনে পড়লে জিহ্বে জল আসে;
ফুসকার লালসাটা ছিলো বেশি বলে
তিন-চার প্লেট লাগতোই আমার।


বটের তলায় শেঁকড়ের গায়ে
আজো লিখা আছে নামগুলো অক্ষত,
রাত জেগে তৈরি শহীদ মিনারটা
হয়তো দাঁড়িয়ে অবহেলায়,
হৃদয়মাঝে স্মৃতিগুলো জেগে উঠে বারে বারে।


রেললাইনে বসে সন্ধ্যার পরে
সিগারেটের ধোঁয়ায় যেন সব অন্ধকার,
রনির তামাকে অনীহা ছিলো বলে
কত-ই না বকাঝকা করতো,
তবুও বন্ধু আমার, সহ্য করে নিত সব-ই।


আর ফিরবে জানি প্রাণবন্ত সেই আড্ডাটা
দেখা হবে না কলোনীর মাঠের খেলা,
স্মৃতিগুলো সব স্মৃতি-ই রয়ে যাবে
হৃদয়ের মাঝে গেঁথে রবে চিরদিন।