অভাবের তাড়নায় নিয়েছে ওরা
ইট-বালি মাথার পরে,
বিবেকহীন পিতার কঠোর চাপে
স্থান হয়নি কষ্টের সংসারে।


যে বয়সে ওদের হাতে থাকতো
বই-খাতার ঝুলি,
সেই বয়সে হয়েছে ওরা আজ
দু'টাকার-ই কুলি।


বয়সের কোনো বিচার না করে-ই
মহাজন দিচ্ছে কর্ম,
কাজের বিনিময়ে অর্থ দিবে ওদের
এটা-ই তাদের ধর্ম।


দশ কিংবা বারো-এর নিচে
শিশু বলে চিহ্নিত,
শ্রমের কাজে খাটানো ওদের
অপরাধ বলে গৃহীত।


সরকারের নীতির একী অবনতি!
শিশুশ্রম আজো অবিরত,
আর কত অকালেই ঝরে পড়বে
দেশের এই নবাগত?


আসুন আজ একই বন্ধনে এগিয়ে
শিশুশ্রমকে করি প্রতিরোধ,
না হয় করবো আবারো একটি যুদ্ধ
আর থাকবোনা নির্বোধ।


(আগামি ১২ই জুন "বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস" উপলক্ষ্যে আমার এই ক্ষুদ্র লিখনী")