বর্ষার জলে নদী ফিরে পেলো
তার পরিপূর্ণ জলধারার রূপ,
শিশু-কিশোররা স্নানে মশগুল
আনন্দে দিচ্ছে ডুবের পর ডুব।


তরুনেরা যাচ্ছে জলেভরা মাঠে
খেলবে নানান রঙের খেলাধুলা,
রাস্তায় কাদা আর হাটু জল তাই
বুড়ো-বুড়িদের ঘরে থাকার পালা।


ইলশেগুঁড়িতে বালক-বালিকারা
আম কুড়াতে যাচ্ছে বাগানে বাগানে,
প্রবল বর্ষণে পক্ষিকুলও ব্যস্ত তবু
ছানাদের আহার খোঁজার সন্ধানে।


ধানের জমিতে হাটুজল পানিতে
কৃষক কর্মে ব্যস্ত আছে আপন মনে,
কখনো বজ্রপাতের বিকট শব্দে
ডাঙায় উঠছে কৈ মাছ ক্ষণে ক্ষণে।


বর্ষার এই অনন্য অপরূপ দৃশ্যে
মনের আনন্দধারা অবিরত চলমান,
বর্ষার এই জলধারার আয়োজনে যেন
হৃদয়ে আসে স্বপ্ন গড়ার আহ্বান।


            *বরষার আয়োজন*