ভাবছি এবার সবকিছু
গিয়ে তুমি ভুলে,
আসবে ফিরে অভাগার
স্বপ্ন বুনা জালে।


শুনছি এবার পাখিরডাকে
কণ্ঠে সুর তুলবে,
সূর্যরাঙা প্রভাতে এসে
আলিঙ্গনে জড়াবে।


ভুলগুলো ভুলে এবার
নতুনরূপে আসবে,
গেঁথে নিয়ে হৃদয়মাঝে
স্বপ্নগুলো বাঁধবে।


আবারো প্রবল বর্ষণে
ভিজবে আপন মনে,
হারিয়ে বিষাদের স্মৃতি
ফিরবে শুভক্ষণে।


এবার এসে দুঃখগুলো
করবে বিদায় তুমি,
ভাঙ্গাঘরে সুখগুলো সব
ফিরবে জানি আমি।


সুখসাগরে কাটবো সাঁতার
সকাল-সন্ধ্যা-সাঁঝে,
সবকিছু যেন সত্যিকারে
আসবে হৃদয়মাঝে।