বড় স্বাদ ছিলো মনে
থাকবো সবার সাথে মিশে,
তবুও কেনো যেন থাকা হলো না,
দক্ষিণের কোনো এক কালো ঝড়ে
যেন সব চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলো।


খুব ইচ্ছে ছিলো
এই উর্বর জমিতে করবো
স্বপ্নগুলোকে চাষ,
করতে চেয়েছিলাম হৃদয়ে
সুখের আবাস,
কেনো যেন সব ভেঙ্গে গেলো আজ।


জানি তোমরা করবেনা স্মরণ
এই অভাগাকে কোনোদিন আর,
দুঃখ দিয়েছি পাহাড় সমান,
করবে না জানি ক্ষমা
হয়তো ঘৃণা-ই আমার প্রাপ্য,
খুব কষ্ট হচ্ছে ছেড়ে যেতে
তবুও যাচ্ছি, মনের দুঃখগুলোকে
হতভাগার মনে-ই রেখে।


যদি কখনও ক্ষমা পেয়ে যাই
একটা বার্তা দিও শুধু
আর কিছু নাহি চাই,
বিদায় বেলায় একটি কথা
বলে যেতে চাই,
'অকারণে যাচ্ছি না ছেড়ে
এই ভালোবাসার ভুবন,
পেছনে হয়তোবা ছিলো
অব্যক্ত কোন কারন।'