বিদায় বেলায়, ছলছল জল চোখে,
কাঁপা কাঁপা স্বরে, মায়া ভরা মুখে,
কি করুণ উচ্চারণ,- "থাকিয়েন সুখে।"
হায় ! অবুঝ মন, বুঝেনি তখন।
কত ভালবাসা ছিল হৃদয়ে গোপন।
লাজে কিবা ভয়ে, তার করেছি দাফন।
আজ বহুদিন পরে, কেন পড়ে মনে?
কেন মন ভারী হয় নিশুতি স্বপনে?
হৃদয়ে কি তবে ! জাগিল মায়া অচেতনে !!
নিঃশব্দ নিশিতে, শুণ্যতার অনুভবে ভাবি।
সে কি টান ! সে কি মায়া !
সে'তো প্রীতির ছবি।
নয়ন অশ্রু টলমল, আমি ব্যথিত কবি।