হয়তো বলা যেত রোদরং কথা
হয়তো বলা যেত বৃষ্টি ভেজা অধ্যায়
প্রাত্যহিক সন্ধ্যা ঘিরে নীল আকাশ
মুহ্যমান ছায়ায় বিরহী মেঘ


হয়তো বলা যেত সময়ের ঘুনকথা
হয়তো বলা যেত জলছবির বিলাপ
ভোমরের পাখায় ওড়া উদ্দাম স্রোত
ভেঙে দেয় মনের নরম পাড়ভূমি


হয়তো বলা যেত হৃদয় কাহিনি
হয়তো বলা যেত হৃদয়ের সুখদুঃখ