নিভে যেতে পারি যেসব শর্তে
কোনটিই পূরণ করেনি বাতাস,
সুতরাং আজও জ্বলে যেতে হয়
প্রেমের স্পর্শে বাঁচার আশ্বাস ।


বাস্তবের ঘরে আর খেলা নয়
সময়-স্রোতে হব ধ্যানস্থ ঋতিক,
যদি যেতে হয় একা বনবাসে
রেখে যাব পদচিহ্ন নির্ভীক ।


কে বাজাও বাঁশি, ওহে বিরহের সুর
হৃদয়ে চাপা আগুনের যন্ত্রণা,
ভালোবাসায় ভর্তি মধ্যাহ্ন দুপুর
ব্যথার দহনে আর যাবো না ।


জ্বলে যেতে পারতাম যেসব শর্তে
তার কোনোটিই পূরণ করেনি প্রেম,
একদিন হতে হবে বনবাসী
সবাই জানতো, আমিও জানতেম ।