সুপ্রিয় কবি বন্ধুগণ,


আমরা যারা কবিতার আসরে
কবিতা প্রকাশ করি,
তাদের সকলেরই
কবিতায় কমবেশি দখল আছে ।


সামান্যতম হলেও কবিতার গঠনরীতি,  সৃজনশীলতা, শব্দ চয়ন, উপমা প্রয়োগ, ছন্দ গঠন ও প্রয়োগ, পর্ব বিন্যাস, অলংকার ইত্যাদি সম্বন্ধে  
সকলের ধারণা আছে ।
.
আমার বক্তব্য:
কবিতার আসরে প্রকাশিত কবিতাসমূহে
আমরা কিছু মুখস্ত মন্তব্য করি,
ভালোলাগার অনুভূতিগুলি প্রকাশ করি ॥


আমার মনে হয়
আমরা যদি প্রত্যেকেই প্রত্যেক  কবিতায়
গঠনমূলক, সমালোচনামূলক
অথবা পরামর্শমূলক মন্তব্য
করতাম
তাহলে
আমি এবং আমার মত নতুন কবিদের
ভুলগুলো সহজেই শুধরে নেয়া সম্ভব হত ।
পরবর্তী লেখার মান উন্নয়নে
বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস ।
.
এখানে
মাত্র কিছু কবি আছেন
যারা গঠনমূলক ও সমালোচনামূলক
মন্তব্যে অভ্যস্ত ।
চলুন আমরা সবাই
প্রত্যেক কবিতায় গঠনমূলক মন্তব্য করি,
পরবর্তী লেখা কবিতার মান উন্নয়নে সচেষ্ট
হই ।
এতে করে অন্তত আমি উপকৃত হব ॥