মাথা ঘুরছে চক্ষু লাল আকাশটা যেন
ধূসর কালো রঙে ছেয়ে গেছে
কিসের লোভে উড়ছে মেঘেরা?
এ যেন কোনো এক রমণীর দিকে
প্রেমের টানে দেশ ছাড়ছে মেঘ।


জমিনে আজ অন্য দৃশ্য
মশারা ফন্দি এঁটে গিলে খাচ্ছে মানুষসহ
বড়ো বড়ো হাতি।
চামচিকার পাখার দাপটে নড়বড় হয়ে
কেঁপে উঠে চব্বিশতলা ভবন।


ছাগলের সামনে তিন টন ঘাস,
বড়ো বড়ো গরু-মহিষ না খেয়ে আছে।
অথচ যে মহিশ,ঘোড়া, গাধার হাড় ভাঙ্গা খাটুনি
টিকিয়ে রেখেছে এ বিশ্বকে।


সতেরো নম্বর ডিভোর্স হয়ে আঠারো নম্বর বিয়ে হচ্ছে অনায়াসে। কিন্তু তরতাজা নব্য যুবতীর যৌবন,
নষ্ট হচ্ছে যত্নের অভাবে বুড়িগঙ্গার মতো।
বাচ্চারা হাতে ক্ষমতা নিয়ে,
মুরুব্বিদের মুখে লাগিয়ে দিয়েছে সুপার গ্লু ।


স্বাধীনতা মানবতা এখন দাসত্বের গোয়ালে,
গোবর সাফ করে।