আমি এখন জাদুকর হয়ে গেছি!


আপনার হয়তো বিশ্বাস হবে না
তবে আমি আপনাকে —
বিশ্বাস করার অনুরোধ করলাম।


আমার কাছে এখন মানুষ দুঃখ নিয়ে আসে
আমি সুখ বানিয়ে দেই!
মূলত এটাই আমার জাদু।


কারো প্রেম না থাকলে প্রেম এনে দেই
টাকা না থাকলে টাকা!
বউ না থাকলে বউ
সন্তান না থাকলে সন্তান।


একদিন এক মেলায় —
সবাইকে সুখী করতেছিলাম
যার যা নিয়ে দুঃখ — তা দূর করে।


আর
একটা পথ শিশু দূর থেকে দাঁড়িয়ে
হাসতে ছিলো আমাকে দেখে
তার গায়ে কোনো জামা নেই....

আমার মনে হচ্ছিলো যেন সে
আমার সাথে মশকরা করছে
যেন আমি অন্ধ
সবাইকে সব দিচ্ছি তাকে চোখেই দেখছি না।


আমি তার কাছে গেলাম
গিয়ে বললাম — আমি
আন্তরিক ভাবে দুঃখিত!
তোমার জামা নেই আমি খেয়াল করিনি
দাঁড়াও আমি এখনি তোমাকে
একটা জামা বানিয়ে দিচ্ছি!


আশ্চর্য ব্যাপার... ছেলেটা খলখল করে
হাসতে লাগলো —
যেন সে আমাকে পাগল ভাবতেছে।


আমি তাকে বললাম তোমার কি জামা দরকার নেই?
তুমি কি সুখী হতে চাও না?
শিশুটি আমাকে বললো —
আমি অতোটাও বোকা নই যে....
যার সারা শরীরে দুঃখ দেখা যায়— তার কাছ থেকে সুখ নিবো।


[বস্তুত: যারা অন্যকে সুখ বিলায়!
তাদের কাছে আর সুখ থাকে না!]


থাকবে কেমনে? কোনোকিছু বিলিয়ে দিলে
তা কি আর নিজের কাছে থাকে?